শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:৫৮:৪০

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে হার্ডহিটার তামিমের প্রত্যয়

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে  হার্ডহিটার তামিমের প্রত্যয়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অংশ নিতে এখন খুলনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও, ফরম্যাট টি-টোয়েন্টি বলেই কিনা সাবধানী টাইগাররা। তবে, ২০১৫ সালের মতো ২০১৬ সালের শুরুটাও ভালো করার প্রত্যয় ওপেনার তামিম ইকবালের। শুক্রবার সকালে খুলনা যাওয়ার পথে, যশোর বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা জানান হার্ড হিটার এই ব্যাটসম্যান। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনার উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ বলেই কিনা টাইগারদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি। গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান এ বছরেও। তাই এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মতো বড় আসরের আগে মাশরাফি-মুশফিকদের প্রস্তুতির পাল্লাটা ভারি করতেই ভিন্ন মাত্রা পেয়েছে সিরিজটি। গেল বছরের মতো নতুন বছর জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিপক্ষকে সমীহ করেও, চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের প্রত্যয় জানালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। খুলনায় বিমানবন্দর না থাকায়, যশোর থেকে সড়ক পথে খুলনায় পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে