শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০২:৪২:০১

জলাবদ্ধ দুর্গতদের পাশে মাশরাফি ও সৌম্যরা

জলাবদ্ধ দুর্গতদের পাশে মাশরাফি ও সৌম্যরা

তালা ও আশাশুনি থেকে : জাতীয় ক্রিকেট দলের ক্যাপটেন মাশরাফি বিন মুর্তজা, ক্রিকেটার সৌম্য সরকার, মহিলা দলের ক্যাপটেন সালমা ও টি-টোয়েন্টি ক্যাপটেন জাহানারা শুক্রবার সাতক্ষীরায় আসেন। এ সময় তাদের সফর সঙ্গী ছিলেন বিবিসি কান্ট্রি ডিরেক্টর রিসার্ড। শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে যোগ দিতে এসে তারা এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি সি-প্লেনে চড়ে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর মানিকখালী অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে আসেন তালা উপজেলায়। সৌম্যর বাড়ি সাতীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে। গ্রামের বাড়ির উপর দিয়ে সৌম্য সরকারসহ সবাই আসেন তালার নারায়ণপুর গ্রামে। পৌঁছান বেলা ১২টা ১৫মিনিটে। নারায়ণপুর গ্রামে সাধারণ মানুষের সঙ্গেই সময় দেন চার ঘণ্টা। বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানের বিভিন্ন শুটিং-এ অংশ নেন। কথা বলেন-সাধারণ মানুষের সঙ্গে। চার ক্রিকেট তারকা তালায় আসার খবরে সাধারণ মানুষ তাদের এক নজর দেখার জন্য আসতে থাকেন নারায়ণপুর গ্রামে। কিন্তু পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার কারণে অনেকে তাদের দেখতে পারেনি। তবে যারা তাদের দেখেছেন তাদের খুবই উচ্ছ্বসিত হতে দেখা গেছে। ‘আমরাই পারি’ অনুষ্ঠানে এসে পুকুরে হাঁসের খামার, সবজি চাষ, মাছ চাষসহ বিভিন্ন কার্যক্রম দেখেন তারা। এরপরই ৩টা ১৫ মিনিটে যান খুলনার উদ্দেশ্যে। অন্যদিকে আশাশুনিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার ও মহিলা দলের ক্যাপটেন সালমা, জাহানারাসহ বিবিসি’র কর্মকর্তাবৃন্দ আশাশুনি হয়ে তালা উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উল্লেখিত জাতীয় ক্রিকেটাররা সি-প্লেনে খোলপেটুয়া নদীতে নেমে ফেরি ঘাটে উঠলেই হাজার হাজার মানুষ তাদেরকে একনজর দেখতে জড়ো হয়। ক্যাপটেন মাশরাফি বিন মর্তুজা, ক্রিকেটের আরেক কান্ডারী আশাশুনির গর্ব সৌম্য সরকার, জাতীয় মহিলা ক্রিকেট দলের (ওয়ানডে) সালমা ও টি-টোয়েন্টি ক্যাপটেন জাহানারা মানিকখালী ফেরিঘাট থেকে সরাসরি উপজেলা সদর থেকে বুধহাটা-কুল্যা হয়ে তালার ঘোনা গ্রামে যান। সেখানে বিবিসি জলাবদ্ধ এলাকার মানুষের জীবন-মান উন্নয়নে পুকুর সংস্কার করে ২৫টি পরিবারকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য গৃহীত কার্যক্রম দেখেন। সুফলভোগিদের সাথে একাত্মতা ঘোষণা করে দীর্ঘ সময় তাদের কাজের সাথে শেয়ার করেন। বিকাল ৪টায় সালমা ও জাহানারা পুনরায় আশাশুনিতে ফিরে ফেরিঘাটে ক্ষুদ্র দোকানে চা চক্র করেন এবং উৎসুক মানুষের সাথে কুশল বিনিময় পূর্বক এলাকায় জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে খোঁজ খবর শেষে আবারও তাদের বহনকারী সি-প্লেনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। মাশরাফি এবং সৌম্য সরকার খুলনায় উদ্দেশ্যে গমন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের সফর সঙ্গী ছিলেন, বিবিসি কান্ট্রি ডিরেক্টর রিসার্ডসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিকাল ৪টায় সালমা ও জাহানারা পুনরায় আশাশুনিতে ফিরে আসেন। এসময় ফেরিঘাটে ক্ষুদ্র দোকানিদের সাথে কথা বলেন, নাস্তা করেন এবং উৎসুক মানুষের সাথে সময় দেন। পরবর্তীতে তারা পুনরায় সি-প্লেনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। অন্যদিকে, মাশরাফি এবং সৌম্য সরকার খুলনায় চলে যান। ৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে