শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:১৮:২৮

ক্ষোভে ফেটে পড়লেন সৌরভ গাঙ্গুলী

ক্ষোভে ফেটে পড়লেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : এত রেগে যেতে, বিরক্ত হতে সচরাচর দেখা যায় না তাকে। তিনি দৃশ্যতই ক্ষুব্ধ। তিনি সি এ বি সভাপতি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সি এ বি নিয়ে তাঁরই সহকর্মীরা প্রকাশ্যে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে চলেছেন। তিনি বিরক্ত। সম্প্রতি গুলাম আলির অনুষ্ঠান ইডেনে হওয়া না–হওয়া নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে, তা নিয়ে মুখ খুললেন সৌরভ। সি এ বি–তে হঠাৎ সাংবাদিক সম্মেলন। শুক্রবার তড়িঘড়ি ডাকা। সৌরভ অপেক্ষা করছিলেন। শুরুই করলেন এভাবে, ‘গুলাম আলির অনুষ্ঠান নিয়ে কাগজে অনেকের মন্তব্য পড়লাম। কিন্তু যেটা আসল সেটা বলা দরকার। বুধবার আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং ছিল। মিটিং শেষে দেখি কলকাতা পুলিসের ডি সি সাউথ মুরলিধর শর্মা অপেক্ষা করছেন। নবান্ন থেকে বার্তা নিয়ে। গুলাম আলির অনুষ্ঠান সি এ বি–তে করার কথা বলেন। তখনই আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই যে, কোনও ভাবেই অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ, ১৫ তারিখ আই সি সি পর্যবেক্ষণ আছে। সামনেই বিশ্বকাপ। ডি সি ফেরত চলে যান। যেখানে আমি অনুমতি দিইনি, সেখানে ওয়ার্কিং কমিটিতে জানানোর তো কোনও কথা নেই। আর গোটা ব্যাপারটাই হয়েছে ওয়ার্কিং কমিটির সভা শেষে।’ সৌরভ বলতে থাকেন, ‘আপনারা খোঁজ নিয়ে দেখে নিতে পারেন পরের দিন অর্থাৎ ৭ তারিখ সকালে আমি ফোন করি মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বলি কেন সম্ভব নয় ইডেনে গুলাম আলির অনু্ষ্ঠান। মাঠ নষ্ট হবে। গ্যালারিতে চেয়ার যদি কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আই সি সি বিশ্বকাপের ম্যাচই বাতিল করে দিতে পারে। আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে ফোন করি। কিন্তু উনি ব্যস্ত থাকায় পাইনি। তাঁর সচিব রতনবাবুকে ফোন করে সমস্ত ব্যাপার বলি। আজ সকালেও বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়। উনি সব জানেন। কোনও অসুবিধেই হয়নি।’ হাতে একটি সরকারি চিঠি দেখিয়ে সৌরভ বলেন, ‘দেখুন রাজ্য সরকারের সংখ্যালঘু সম্প্রদায় দপ্তর থেকে এই চিঠিটি আসে। ৭ তারিখের চিঠি। গুলাম আলির অনুষ্ঠান করতে চেয়ে। কিন্তু তার আগেই আমি যেখানে–যেখানে জানানোর তা জানিয়ে দিয়েছিলাম। তাহলে যাঁরা আমার বিরুদ্ধে বলছেন সি এ বি–তে বসে, তাঁরা কেন বলছেন? এখানে আসলে ভুল খবর তৈরি করে সংবাদমাধ্যমে দেওয়া হয়।’ নিজেকে ধরে রাখতে না পেরে ফেটে পড়লেন সৌরভ। ‘গত ১৫ মাস ধরে আমার বিরুদ্ধে কেউ কেউ সমানে বলে চলেছেন। আমি অনেক কিছুই দেখছি। আর নয়। আমি সি এ বি সদস্যদের বলেও দিয়েছি এটা বন্ধ করা দরকার। আমি যদি মুখ খুলি তাহলে সারারাত লেগে যাবে সাংবাদিক সম্মেলন শেষ হতে। তবে এটা আমার রুচি নয়। আমি সংগঠনে থেকে আমার সতীর্থদের সম্পর্কে কোনও মন্তব্য করতে চাই না।’ ৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে