রবিবার, ১৩ জুন, ২০২১, ১০:৪৫:০৮

আজ রাত তিনটায় মাঠে নামছে ব্রাজিল

আজ রাত তিনটায় মাঠে নামছে ব্রাজিল

আজ বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত তিনটায় কোপার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। দুঃসংবাদ হলো, এই উদ্বোধনী ম্যাচের আগেই ভেনেজুয়েলা দলের অন্তত ১২ সদস্যের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। যেখানে অন্তত ৮ জন খেলোয়াড় রয়েছেন বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।

এদিকে গতকাল শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভেনেজুয়েলা শিবিরে করোনা সংক্রমণের খবরটি জানিয়েছে ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ। এ শহরেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড় ও টিম স্টাফসহ ভেনেজুয়েলার ১২ জন সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন।

এত কিছুর মাঝেও আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে কারও শরীরের করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই এবং প্রত্যেকেই সুস্থ আছেন। তবু সতর্কতার জন্য সবাইকে দল থেকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার ব্রাজিলে পৌঁছানোর পর ভেনেজুয়েলা দলের সবার করোনা পরীক্ষা করা হলে মিলেছে ১২ জনের পজিটিভ হওয়ার খবর।

অপরদিকে কানাডিয়ান রেডিও সিবিসি ডট সিএ জানাচ্ছে, শুধু ভেনেজুয়েলার ৮ খেলোয়াড়ই নন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক অংশগ্রহণকারী দল বলিভিয়ারও ৩ খেলোয়াড়। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৮ খেলোয়াড় কোভিড পজিটিভ হওয়ায় নতুন ১৫ জনকে ডেকে নিয়েছেন ভেনেজুয়েলার কোচ।

এদিকে কোপার আয়োজক সংস্থা কনমেবল আবার করোনার মধ্যেও খেলা চালিয়ে নেয়ার জন্য নতুন এক নিয়মের প্রবর্তন করেছে। এখন আর দলগুলোকে ২৮ জনের স্কোয়াডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না। করোনাভাইরাসজনিত কারণে দলগুলো চাইলে নিজেদের স্কোয়াডে যত খুশি পরিবর্তন করতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে