রবিবার, ১৩ জুন, ২০২১, ০২:০২:২০

সাকিবের শাস্তি মওকুফের জন্য সিসিডিএম এর কাছে আবেদন করেছে মোহামেডান

সাকিবের শাস্তি মওকুফের জন্য সিসিডিএম এর কাছে আবেদন করেছে মোহামেডান

সারা দুনিয়ায় এখন সাকিবকে নিয়ে হচ্ছে আলোচনা আর সমালোচার ঝড়। সাকিব তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলেন। পরে অবশ্য সাকিব নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ভক্ত, সমর্থক,দল, ম্যানেজমেন্ট ও আয়োজক কমিটির কাছে ক্ষমা চান। কিন্তু ক্ষমা চেয়েও লাভ হয়নি, অনাকাঙ্খিত আচরণের জন্য তাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাভ টাকা জরিমানা করে সিসিডিএম।

সাকিব তার কৃতকর্মের জন্য পাওয়া সে শাস্তি মেনেও নেন। তবে তার দল মোহামেডান এই শাস্তি মওকুফের জন্য সিসিডিএম বরাবর একটি আবেদন করেছে। যেখানে অর্থদন্ড বহাল রেখে তাদের অধিনায়কের তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ক্লাবটি।

এ বিষয়ে মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘হ্যা, সাকিবের শাস্তি মওকুফের জন্য আবেদন করা হয়েছে। আবেদন পত্রটি সিসিডিএম বরাবর পাঠানো হয়েছে। সেখানে আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে