শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৩:২১:২৯

আফ্রিদির ক্রিকেট ছেড়ে দেয়ার হুঁশিয়ারি

আফ্রিদির ক্রিকেট ছেড়ে দেয়ার হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক পেসার আমির। পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরেও খেলে গেছেন তিনি। দু’জায়গায়ই মাঠ কাঁপিয়ে র্দীঘ দিন পর আবারো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আমির। আমির ছাড়াও সেই সময় স্পট ফিক্সিংয়ের জড়িয়েছিলেন তার দু’সতীর্থ মোহাম্মদ আসিফ ও সালমান বাট। নিষেধাজ্ঞা কাটিয়ে দু’জনই জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন। কিন্তু তার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দিলেন দেশটির টি২০ দলের অধিনায়ক মোহাম্মদ আফ্রিদি। জানালেন এই দু’ক্রিকেটার জাতীয় দলে ফিরলে ক্রিকেট খেলাই ছেড়ে দেবেন তিনি। আসন্ন নিউজিল্যান্ড সফরের আগে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমকে এমনটাই জানালেন তিনি। বললেন, 'দলের ভাবমূর্তি বিশ্ব ক্রিকেটে নষ্ট করা আসিফ ও বাট পাকিস্তান দলে ফিরলে আমি ক্রিকেটই ছেড়ে দেব।' এদিকে আমিরের সত্যবাদিতায় মুগ্ধ ছিলেন আফ্রিদি। বললেন, 'আমি ইংল্যান্ডে থাকতে আমিরকে স্পট ফিক্সিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। প্রথমবারেই সে আমাকে সত্য কথা বলে এবং নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। তাই তার প্রতি একটা মায়া কাজ করে আমার।' অন্যদিকে আসিফ ও বাট প্রসঙ্গে বললেন, 'আমির তো সত্য কথা বলেছিল, কিন্তু বাকি দু’জন ঘটনার দুই-তিন বছর পরেও সমানতালে মিথ্যা বলে গেছে।' ৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে