মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১০:৪৮:৫৯

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে নতুন এক ইতিহাস গড়লেন মেসি

 ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে নতুন এক ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক: মেসির কাজ ঠিকই তিনি করে দিয়েছেন। ফ্রি কিক থেকে করেছেন একটি দুর্দান্ত গোল। আজকের ম্যাচে হারলেও তিনি তার জায়গায় ছিলেন অনন্য।

মেসি ভক্তদের জন্য আরেকটি দুর্দান্ত খবর, তিনি শুধু গোল আর ম্যাচ সেরা হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলো না। আজকের রাতে তিনি পেছনে ফেলেছেন বিশ্ব ফুটবলের অনেক রথী-মহারথীদের।

ম্যাচের ৩২তম মিনিটে ফ্রি কিক থেকে যখন গোলটি করেন লিওনেল মেসি, সাথে সাথেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেন এই ক্ষুদে জাদুকর। পুরো ক্যারিয়ার জুড়ে তার ফ্রি কিক থেকে গোল সংখ্যা এখন ৫৭টি; যেখানে ক্রিস্টিয়ানো মোট ৫৬ বার ফ্রি কিক থেকে বল জালে জড়িয়েছেন।

এটা তো গেলো কেবলমাত্র তার সমসাময়িক এক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলার কথা। এই একটি গোলেই মেসি আরও ছাপিয়ে গেছেন তার স্বদেশী সদ্য প্রয়াত সর্বকালের সর্বসেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ও আরেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্ততাকেও।

দেশের জার্সিতে ম্যারাডোনার ফ্রি কিক থেকে গোল সংখ্যা ছিলো ৬টি। গতকাল চিলির বিপক্ষে ম্যাচে ফ্রি কিকে লক্ষ্যভেদ করে মেসির যেখানে হয়েছে ৭টি ফ্রি কিক গোল। যদিও ক্যারিয়ার ফ্রি কিকে (৬১) এখনো মেসির উপরে আছেন ডিএম১০।

এছাড়া প্রতিযোগিতামূলক খেলায় আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের (৩৮) মালিক এতদিন ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্ততা। এখন তাকে টপকে এককভাবে শীর্ষে উঠে এসেছেন মেসি।

আরও একটি রেকর্ডও এদিন গড়েছেন লিওনেল মেসি। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে শতবর্ষী কোপা আমেরিকায় ১০+ গোল এবং ১০+ অ্যাসিস্টকারী একমাত্র ফুটবলার এখন এই সুপারস্টার।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে