মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০২:৩৯:০৫

করোনায় আক্রান্ত কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়

করোনায় আক্রান্ত কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: পরিস্থিতি ভয়াবহতার দিকে, বাড়ছে কোপা আমেরিকায় করোনাভাইরাসের থাবা। সর্বেশেষ তথ্যে এই প্রতিযোগিতায় খেলতে আসা ৩১ জন খেলোয়াড় এবং টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০ জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা যায়, কোপা আমেরিকার যে দশজন কর্মী আক্রান্ত হয়েছেন, তারা সবাই গত রোববার ব্রাসিলিয়ায় ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

এদিকে ব্রাজিলিয়ার ওই ম্যাচের আগে ভেনেজুয়েলার আট খেলোয়াড়সহ মোট ১৩ জন এবং বলিভিয়ার তিন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর আসে গণমাধ্যমে।

আগে থেকেই ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। এরই মধ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ লাখ মানুষ মারা গেছে দেশটিতে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং বিশ্বের হিসাবে দ্বিতীয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে