বুধবার, ১৬ জুন, ২০২১, ০৯:২২:৩২

ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে নতুন আরেক ইতিহাস গড়লেন রোনালদো

ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে নতুন আরেক ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: রোনাদো মানেই সেরা খেলা, রোনালদো মানে ইতিহাস তা আবারো প্রমাণ দেখালেন। গত রাতে মাঠে নেমেই গড়ে ফেললেন দুটি রেকর্ড। ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে গড়লেন নতুন আরেক ইতিহাস। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়ার দিনে মিশেল প্লাতিনিকে টপকে ইউরোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রেকর্ডটি নিজের করে নিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় প্রতিযোগিতার ‘এফ’ গ্রুপে মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে রেকর্ডগুলো গড়েন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। অথচ ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, হাঙ্গেরি পর্তুগালকে আটকে রাখবে তো বটেই, বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে পুরো তিন পয়েন্টও পকেটে পুরে ফেলতে পারে। 

কিন্তু যে দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন আছেন, সে দল শেষের আগে হাল ছাড়ে কী করে? পর্তুগাল ছাড়েনি। শেষমেশ তাই বড় এক জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে