শনিবার, ১৯ জুন, ২০২১, ১০:৫৪:১৩

ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে ডি মারিয়ার মূল্যায়ন

ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে ডি মারিয়ার মূল্যায়ন

স্পোর্টস ডেস্ক: শুরুতেই ব্রাজিল একের পর এক জয়ে বেশ ভাল অবস্থানে থাকলেও আর্জেন্টিনা কিন্তু তাদের ঐতিহ্য ধ'রে রাখতে ব্য'র্থ হয়েছে। যাই হউক, তিন ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে জনপ্রিয় দল আর্জেন্টিনা। আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হা'রিয়েছে আলবিসেলেস্তেরা। এ জয়ের সুবাদে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা।

তবে বেশ শ'ক্ত অবস্থানে চির প্র'তিদ্ব'ন্দ্বী দেশ ব্রাজিল। তাদের শুরুর ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যব'ধানে হা'রানোর পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উ'ড়িয়ে দিয়েছে নেইমাররা। ফলে তারা অবস্থা'ন করছে পয়েন্ট টেবিলের শী'র্ষে।

ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে ডি মারিয়ার মূল্যায়ন: ডি মারিয়ার মতে কোপার এবারের আসরে ব্রাজিলই মূল ফে'বারিট দল। তবে আর্জেন্টিনাও শ'ক্ত প্রতিদ্ব'ন্দ্বী বলে মনে করিয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এ তারকা।

এদিকে সংবাদমাধ্যমে ডি মারিয়া বলেছেন,‘এখানে একটা বিষয় হলো, ব্রাজিল খুব ভালো করছে। আমরা প্রথম ম্যাচে ড্র করেছি আর আজকে জিততে সমর্থ হয়েছি। আমরা দারুণ কাজ করছি, ধাপে ধাপে, ম্যাচ ধ'রে ধ'রে এগু'চ্ছি। আমরা চেষ্টা করছি জাতীয় দল হিসেবে নিজেদের তুলে ধ'রার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে