সোমবার, ২১ জুন, ২০২১, ০৩:২৯:০৭

রেকর্ড চুরমার তামিমের, ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান হাসানুজ্জামানের

রেকর্ড চুরমার তামিমের, ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান  হাসানুজ্জামানের

স্পোর্টস ডেস্ক : রেকর্ড চুরমার তামিমের, ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান  হাসানুজ্জামানের। আজ ওল্ড ডিওএইচএসের আনিসুল ইসলামের বলটি কাভারে ঠেলে দিয়ে ৯৯ রান থেকে ম্যাজিক ফিগারে পৌঁছে যান হাসানুজ্জামান। তিন অংকে পৌঁছতে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের লেগেছে ৪৮ বল। যদিও ৩৯ বলেই তিনি ৮৯ রান করে ফেলেন। বাকি ১১ রান করতে খেলেছেন ৯ বল। তাই তিনি দ্রুততম সেঞ্চুরিয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসেনকে পেছনে ফেলতে পারেননি।

এদিকে গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে পারভেজ ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তাই হাসানুজ্জামানের ঠাঁই হয়েছে তালিকার দুই নম্বরে। 

অপরদিকে দেশসেরা ওপেনার তামিম ইকবাল নেমে গেছেন তিনে। শেষ পর্যন্ত ৫২ বলে ১১টি চার আর ৭ ছক্কায় ১০৫ রান করে থেমেছেন হাসানুজ্জামান। তবে তার দল জিততে পারেনি। থেমে গেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে