শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৮:৩৫

৯৩ বছর বয়সে অলিম্পিকে বৃদ্ধের বিশ্ব রেকর্ড!

৯৩ বছর বয়সে অলিম্পিকে বৃদ্ধের বিশ্ব রেকর্ড!

স্পোর্টস ডেস্ক : নাম তার বিল গুইলফয়ল। বয়স ৯৩ বছর। এই বয়সী মানুষ কি দেখাতে পরেন চমক! শুরু হচ্ছে অলিম্পিকের আয়োজন। এই আসরের বাড়তি আনন্দ এক বুড়ো মানুষ। মাঠে নামার আগেই তিনি এখন ভাইরাল। অলিম্পিক খেলার জন্য নাম লিখিয়েছেন তিনি। টেবিল টেনিসের বর্ষীয়ান এই খেলোয়াড় সামনের মাসে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে। অদম্য এই বুড়ো মানুষটি। গত বারের লন্ডন অলিম্পিকে ট্রায়াল দিয়েছিলেন গুইলফয়ল। প্রথম রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এই বিদায় নেয়ার বাদলা এবার নিতে চান । স্মৃতি নিয়ে গুইলফয়ল বলেন, আমার ব্যাটের দাম ছিল মাত্র ৪৫ ডলার। অন্য সবাই অনেক দামি ব্যাট দিয়ে খেলেছে। আর এখন আড়াই ডলার দামের বল দিয়ে খেলা হয়। এসব বিবেচনা করলে সেবার আমি খুব একটা খারাপ করিনি। গুইলফয়ল বলেন, আগের চেয়ে আমার এবারের প্রস্তুতি অনেক ভালো। বেশ অনুশীলন করেছি। এত বয়সে কেউ অলিম্পিকে খেলেন নি। গুইলফয়ল নাম লিখিয়েই রেকর্ড গড়লেন বেশি বয়সী মানুষ হিসাবে অলিম্পিক খেলার। জানা গেছে, শৌখিন খেলোয়াড় গুইল। ৪০ বছর ধরে টেবিল টেনিস ও টেনিসের কোচ হিসেবে কাজ করছেন তিনি। যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস খেলোয়াড়দের সংস্থার নিবন্ধিত সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে রয়েছেন গুইল। এর আগে ৭১ বছর বয়সে হিরোসি হোকেতসু জাপানের হয়ে অলিম্পিকে অংশ নেন। তথ্যসূত্র : বিবিসি ৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে