বুধবার, ২১ জুলাই, ২০২১, ০৮:৫৮:৫৮

গান গাইলেন সাকিবরা, সেই ভিডিও আপলোড করলেন ক্রিকেটার নাঈম শেখ

গান গাইলেন সাকিবরা, সেই ভিডিও আপলোড করলেন ক্রিকেটার নাঈম শেখ

জিম্বাবুয়েকে পেলেই যেন টাইগাররা জয় নিয়ে মাঠ ছাড়েন। প্রায় এমনটিই ঘটে, ইতিহাসও তাই বলে। গতকালের খেলায় আবারো টাইগাররা তাই করে দেখালেন।

তবে এই জয়ে সবচেয়ে বেশি অবদান অধিনায়ক তামিম ইকবালের। ৮৭ বলে তার ঝড়ো সেঞ্চুরিটি বাংলাদেশ দলকে লক্ষ্যে পৌঁছে দেয় অনায়াসে।

দুর্দান্ত এই জয়ের পর আনন্দই বা কম হবে কেন। ঠিক বুঝা গেল খেলা শেষে। তাই তো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে উচ্ছ্বসিত তামিম। গোটা দলই যারপরনাই উচ্ছ্বসিত।

বিষয়টি বোঝা গেল ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ও ড্রেসিংরুমের আনন্দমুখর পরিবেশে। তামিম বলেন, হ্যা এমন জয়ে তো অবশ্যই খুশি। আমার কাছে মনে হয়, দল হিসেবে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। বিশ্বকাপের আগে আমাদের আরও ১২টা ম্যাচ আছে। এই ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কমপ্লিট একটা দল হিসেবে বিশ্বকাপে যেতে চাই। আর ড্রেসিংরুমে তো বাঁধভাঙা উল্লাস। আমরা করব জয় গানে সুর মিলিয়েছে সকলেই।

ক্রিকেটার নাঈম শেখ নিজের ফেসবুকে সেই ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা গেছে, সাকিব, রিয়াদ, মেহেদী, সোহান, মিঠুন, রুবেল, আফিফ, নাঈমসহ বাংলাদেশ স্কোয়াডের প্রায় সবাই একজন আরেকজনের কাঁধে হাত রেখে একতাবদ্ধ হয়ে আমরা করব জয় গানটি গাইছে। সেখানে বাদ যাননি কোচিং স্টাফরাও। হেড কোপ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ প্রিন্সও গাইলেন বাংলায় - আমরা করব জয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে