বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ০৯:৪৩:১৮

মুশফিককে যে দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া!

মুশফিককে যে দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া!

ক্রিকেটার মুশফিকুর রহিমকে শেষ পর্যন্ত সেই দুঃসংবাদটি দিল যা আশংকা করা হচ্ছিল। অস্ট্রেলিয়া সরাসরি জানিয়ে দিল তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম।

অবশ্য এর আগে মুশফিকের আসন্ন সিরিজে খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জবাবে পরিস্কার 'না' বলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এদিকে মুশফিকুর রহিমের বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত। যে কারণে তিনি গত ১‌৪ জুলাই দেশে ফিরে আসেন। সর্বশেষ পাওয়া খবরে মুশফিকের বাবা-মা উভয়ের অবস্থা উন্নতির দিকে আছে। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চান মুশফিক। এই সফরের জন্য বাংলাদেশক কঠিন শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। 

১০ দিন কোয়ারেন্টিন শেষে সবাইকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। জিম্বাবুয়েতে বাংলাদেশ দল যেহেতু জৈব সুরক্ষাবলয়েই আছে, তাই তাদেরকে কারও হারারে থেকে ফিরে কোয়ারেন্টিন করতে হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে