শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১২:২২:৫৩

লিটনের চোট শাপে বরের মতো হয়ে দাঁড়ায় শামিম পাটওয়ারীর

লিটনের চোট শাপে বরের মতো হয়ে দাঁড়ায় শামিম পাটওয়ারীর

দূর্ভাগ্য লিটন দাসের, ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা কাল হয়ে দাঁড়ায় তার জন্য। যার কারণে পরের ম্যাচে আর তাকে নামানো সম্ভব হয়নি। হাতে ছিল মাত্র একদিন, তাই চোট সারতে সময় পাননি লিটন। ঝুঁকিও নেয়নি নির্বাচকরা। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত হয়। আর লিটনের চোট অনেকটা শাপে বরের মতো হয়ে দাঁড়ায় স্কোয়াডে থাকা শামিম হোসেন পাটওয়ারীর জন্য।

আন্তর্জাতিকে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে শামিমের। যুববিশ্বকাপ জয়ী এ তরুণ তুর্কিকে অলরাউন্ডার হিসেবেই জানে। শেষদিকে ধুমধাড়াক্কা ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে আনার ইনিংস খেলতে পারদর্শী তিনি।

বোলিংও জানেন ভালো। সব কিছু বিবেচনায় লিটন দাসের জায়গায় এ তরুণ অলরাউন্ডারের ওপর আস্থা রাখে নির্বাচকরা।

আর আস্থার প্রতিদানও দিয়েছেন শামিম। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।  দুই দল মিলিয়েই ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইক রেটও এই বাঁহাতি এই ব্যাটসম্যানের। তবে একটি কথা বলতেই হয় লিটনের চোট শাপে বরের মতো হয়ে দাঁড়ায় শামিম পাটওয়ারীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে