রবিবার, ২৫ জুলাই, ২০২১, ০৮:১০:২২

সৌম্য ও মাহমুদউল্লাহর দক্ষতায় জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

সৌম্য ও মাহমুদউল্লাহর দক্ষতায় জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : ১৯৪ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ২০ রানের মাথায় নাঈম সাজঘরে ফিরেন ৩ রান করে। বেশিক্ষণ খেলেতে পারেননি সাকিবও। ১৪ বলে ২৫ রান তিনিও সাজঘরের দিকে হাঁটেন। তবে সৌম্য ৪৯ বলে ৬৮ রানের একটি বড় স্কোর যোগ করেছেন। 

শেষ পর্যন্ত সৌম্য ও মাহমুদউল্লাহর দক্ষতায় জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় করে বাংলাদেশ। ২০ বলে ২৩ রান করেন মাহমুদউল্লাহ। তাকে সঙ্গ দিচ্ছেন আরিফ হাসান। তিনি ৩ বল খেলে করেছেন ৮ রান। এবং শেষ মুহুর্তে মাহমুদউল্লাহকে ভালো সঙ্গ দেন শামীম হোসেন। শামীম ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

হারারেতে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। ওপেনার ওয়েসলে মাধভেরের ৫৪, রেগিস চাকাভার ৪৮, তিদওয়ানশে মারুমানির ২৭, ডিওন মায়ার্সের ২৩ ও শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ৩১ রানে ভর করে ১৯৩ রান তুলেছে দলটি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। ১টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন, শরিফুল ও সাকিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে