বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৮:৫৬:৩৬

বুমবুম আফ্রিদি এবার নেপালের টি-টোয়েন্টি লিগ মাতাবেন

বুমবুম আফ্রিদি এবার নেপালের টি-টোয়েন্টি লিগ মাতাবেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ২২ গজের মাঠ ছাড়েননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বুমবুম আফ্রিদি। দেশে-বিদেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিগুলোতে তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই খেলে যাচ্ছেন ৪৪ বছরের এই সাবেক তারকা অলরাউন্ডার।

এবার নেপালের টি-টোয়েন্টি লিগ মাতাবেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক খেলবেন নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা এভারেস্ট প্রিমিয়ার লিগে। কাঠমান্ডু কিংস একাদশে তিনি সতীর্থ হিসেবে পাবেন স্থানীয় সুপারস্টার সন্দীপ লামিচানকে।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের কির্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে হবে এভারেস্ট প্রিমিয়ার লিগ। যেখানে কাঠমান্ডু কিংস এলেভেনের হয়ে খেলবেন আফ্রিদি। মূলত লামিচানের আমন্ত্রণেই নেপালে খেলতে যাচ্ছেন আফ্রিদি। এর আগে লামিছানে ও আফ্রিদি পরস্পরের বিপক্ষে খেলেছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে। সেখান থেকেই সখ্যতা।

আফ্রিদি বলেছেন, ‘কাঠমান্ডুতে এটাই আমার প্রথম সফর হবে। আমি এই সফরকে ঘিরে রোমাঞ্চিত। আশা করছি ভালো সময় কাটবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে