বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৮:১৪:২৫

টোকিও অলিম্পিক থেকে প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার বিদায়, শেষ আটে স্পেন-মিসর

টোকিও অলিম্পিক থেকে প্রথম রাউন্ডেই আর্জেন্টিনার বিদায়, শেষ আটে স্পেন-মিসর

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছ হার দিয়ে সোনার খোঁজের অভিযাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। আজ এক হতাশায় শেষ হলো সেই অভিযাত্রা। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে 'সি' গ্রুপ থেকে স্পেনের বিপক্ষে শেষ ম্যাচটা জিততেই হতো আর্জেন্টিনাকে। এই শর্ত পূরণ করতে পারেনি ফার্নান্দো বাতিস্তার দল।

স্পেনের সঙ্গে ১-১ গোলে ম্যাচটা ড্র করে বিদায় নিয়েছে মেসিদের উত্তরসূরিরা। প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। শক্তিশালী দল নিয়ে আসা স্পেন প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। বিরতির পর ৬৬ মিনিটে এগিয়ে যায় স্পেন। গোল করেন মিডফিল্ডার মিকেল মেরিনো। আর্জেন্টিনা এই গোল শোধ করতে বেশি সময় নিয়ে ফেলে। ৮৭ মিনিটে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে দলটি। শেষ দিকে গোলের দু-তিনটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো মিসর। আজ অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয় তারা। এদিকে আর্জেন্টিনা বিদায় নিল ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। একটি করে জয়, ড্র ও হার তাদের। মিসরের থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকাটাই কাল হয়েছে আর্জেন্টিনার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে