শনিবার, ৩১ জুলাই, ২০২১, ০৫:১০:৩০

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় টিম অস্ট্রেলিয়া। হোটেল কন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টিন পর্ব চলছে তাদের। আগামী ৩ আগস্টে 'হোম গ্রাউন্ড অব বাংলাদেশ ক্রিকেট' খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে সিরিজের বল। সিরিজটি নিয়ে আগ্রহী বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

করোনার বিধিনিষেধের কারণে দর্শকদের গ্যালারিতে বসার অনুমতি না থাকায় টিভি পর্দাতেই দেখতে হবে সব ম্যাচ। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সবকটি টি-টোয়েন্টি দেখাবে বাংলাদেশের দুটো চ্যানেল। দেশের প্রথম ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস আর গাজী টিভি দেখাবে এই সিরিজের ৫ টি-টোয়েন্টি। 

প্রবাসী যারা এ দুটি চ্যানেলে খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে ইউটিউব। র‌্যাবিটহোল বিডির চ্যানেলে দেখা যাবে খেলাটি। তাদের ওয়েবসাইটেও দেখা মিলবে অস্টেলিয়া বাংলাদেশের এই টি-টোয়েন্টি দ্বৈরথের। এই সিরিজের সবকটি ম্যাচই শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে। সিরিজটি মাঠে গড়াবে আগামী ৩ আগস্ট থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। 

এদিকে, কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও স্টাফদের প্রথম করোনা পরীক্ষার সবগুলো ফলাফল নেগেটিভ এসেছে। আরও একটি পরীক্ষায় নেগেটিভ এলে অনুশীলনে নামতে বাধা থাকবে না দল দুটির। এদিকে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ দল ঢাকায় পা রাখে গত বুধবার (২৯ জুলাই) সকালে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ থেকে অস্ট্রেলিয়া দলও ২৯ জুলাই ঢাকা এসে পৌঁছায়, বিকালে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে