রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৬:১৪:৪০

কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না

কাশ্মীর প্রিমিয়ার লিগে খেললে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না

স্পোর্টস ডেস্ক : আগামী শুক্রবার থেকে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কেপিএলে অংশগ্রহণ করলে ভারতে ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয়ে প্রবেশ নিষেধ। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সব সদস্য দলগুলোকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা ভারতীয় সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেসকে জানিয়েছেন, আমরা সব ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি যারা কাশ্মীর লিগে অংশ নেবে তারা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট সংক্রান্ত কোনো কাজে যুক্ত হতে পারবেন না। জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেললে আমাদের কোনো সমস্যা নেই। তবে এটা পাক অধিকৃত কাশ্মীরের লিগ। দেশের নীতিকে মাথায় রাখতেই হবে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস নিজের টুইটারে লিখেছেন, কাশ্মীর প্রিমিয়ার লিগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অহেতুক হস্তক্ষেপ করছে ভারত। আমাকে হুমকি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে ভারতে ক্রিকেট সংক্রান্ত কোনো কারণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে