সোমবার, ০২ আগস্ট, ২০২১, ০১:৫০:৪৬

মাঠে নামার ২ ঘণ্টা আগে পুরো মাঠ ফাঁকা করতে হবে!

মাঠে নামার ২ ঘণ্টা আগে পুরো মাঠ ফাঁকা করতে হবে!

ফুরফুরে মেজাজে বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা কারণ একটি শিরোপা সবে জয় করে নিয়ে এসেছে। এবার নামবে পৃথিবীর অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

এদিকে বাংলাদেশ সফরে এসে করোনার ভয়ে থরথর করে কাঁপছেন অজি ক্রিকেটাররা। বিসিবিকে অসংখ্য শর্ত দিয়েও তারা নিশ্চিত হতে পারছেন না। সবাইকে যেন শুচিবায়ু রোগে পেয়ে বসেছে! গত ২৯ জুলাই বাংলাদেশে আসার পর অজিরা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছিল। গতকাল থেকে শুরু হয় তাদের অনুশীলন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি সর্বোচ্চ নিরাপত্তার জৈব সুরক্ষা বলয় তৈরি করলেও অজিরা ঠিক যেন ভরসা রাখতে পারছে না!

বিভিন্ন সূত্রে জানা গেছে, হোটেলে নাকি অজি ক্রিকেটাররা রুম সার্ভিসও গ্রহণ করছেন না। নিজেরাই নিজেদের কক্ষ এমনকী বাথরুম পরিস্কার করছেন। বুফেতে খাওয়ার সময় দলের সঙ্গে আসা বাবুর্চিই স্টার্ক-হ্যাজেলউডদের পাতে খাবার তুলে দিচ্ছেন। অন্য হোটেল কর্মীরা সেখানে যাচ্ছেন না। হোটেলটিতে একাধিকবার সবার করোনা পরীক্ষা করা হয়েছে। একজনের ফলও পজিটিভ আসেনি। তারপরেও অজি ক্রিকেটারদের এই শুচিবায়ুগ্রস্ততা হাস্যকরই বটে। 

করোনাভীতির কারণে অজি দলের সেরা ব্যাটসম্যানরা বাংলাদেশ সফরে আসেননি। কয়েকজন আছেন ইনজুরিতে। এই দ্বিতীয় সারির দল পাঠাতেও একগাদা শর্ত জুড়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর মাঝে অন্যতম হলো ৭ দিনের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করা! এছাড়া এক ভেন্যুতে খেলা, পুরো হোটেল বুকিং, বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন, মাঠে নামার ২ ঘণ্টা আগে পুরো মাঠ ফাঁকা করা, মাঠকর্মীদের প্রবেশে বাধা এমনকী ক্যামেরা ক্রুদেরকেও আউটফিল্ডে রাখা যাবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে