মঙ্গলবার, ০৩ আগস্ট, ২০২১, ০৯:৪৯:৪০

পরাজয়ের সাথে সাথে বাংলাদেশের বিপক্ষে যে লজ্জার রেকর্ডও গড়লো অস্ট্রেলিয়া

পরাজয়ের সাথে সাথে বাংলাদেশের বিপক্ষে যে লজ্জার রেকর্ডও গড়লো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথমবার টি-২০ সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক ৫ ম্যাচের সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটে নেমে অস্ট্রেলিয়াকে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

পুরো ক্রিকেট বিশ্ব ধরেই নিয়েছিল, এতো কম রানের টার্গেটে হেঁসে খেলে জিতে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে কম রানের টার্গেটেও অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ।

ব্যাটে খুব একটা ভালো না করলেও বোল হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ৩ ওভারে ৩ উইকেট হাঁরিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সেই ব্যর্থতা কাটিয়ে উঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হয়নি। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সাকিব ও মেহেদি ১টি, মুস্তাফিজ ও শরিফুল ২টি এবং নাসুম ৪টি উইকেট সংগ্রহ করেছেন।

পরাজয়ের সাথে সাথে একটি লজ্জার রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। এর আগে কখনও এতো কম রানের টার্গেটে বাংলাদেশ কারও হারায়নি। এর আগে ১৩৫ ও ১৪২ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সাথে। তবে আজও সর্বনিন্ম টার্গেট ১৩১ রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলো বাংলাদেশ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে