বুধবার, ০৪ আগস্ট, ২০২১, ০২:৫৮:৩৩

অস্ট্রেলিয়াকে কুপোকাত করা সুনামগঞ্জের তরুণ তুর্কি নাসুমের উঠে আসার গল্প

অস্ট্রেলিয়াকে কুপোকাত করা সুনামগঞ্জের তরুণ তুর্কি নাসুমের উঠে আসার গল্প

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ-সাকিবদের মোকাবেলার পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও হয়তো টিম অস্ট্রেলিয়া ভাবতেই পারিনি নতুন কোন একটা অস্ত্র তাদের বধ করার জন্য সজ্জিত হয়ে রয়েছে, যার নাম নাসুম আহমেদ। এ তরুণ তুর্কির ঘূর্ণিতে কুপোকাত হয়েছে ম্যথিউ ওয়েডের দল। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৪ উইকেট শিকার করেন। এই অসাধারণ পারফরম্যান্সে জয়ের নায়ক হয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন সুনামগঞ্জের দিরাইয়ের ২৬ বছরের তরুণ। 

মাত্র ১৩১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। তবে জয়ের পুরো কৃতিত্বই পাবেন বোলাররা। সুনামগঞ্জের দিরাইয়ের ২৬ বছরের ছেলেটিই যে অস্ট্রেলিয়ার ভীত কাঁপিয়ে দেবে, তা হয়তো ভাবেনি সফরকারী। যার স্পিন ঘূর্ণিতে প্রথমবারের মতো শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করার গর্ব অর্জন করলো টাইগাররা। যারা নাসুম সম্পর্ক খুব একটা বেশি জানেন না। তাদের জানাচ্ছি...

বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে। তিনি সুনামগঞ্জের প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়াড় হিসেবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ খেলেছেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নাসুম আহমেদ বেশ পুরোনো। বাঁহাতি স্পিনে নিয়মিত পারফর্ম করেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতেও এগিয়ে আসেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। নিজেকে বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচয় দিতেই স্বচ্ছন্দবোধ করেন নাসুম। অনেক পরিশ্রমের পরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন নাসুম। সেই সুযোগেই বাজিমাত করলেন নাসুম।

এর আগে চারটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিব আল হাসানের। ২০১৬ সালে ভারতের এম. চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে ২৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ মিরপুরে সে রেকর্ড ভাঙলেন নাসুম। সেই সাথে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদও পেল বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে