রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ১০:৩৩:৫৯

আবারো বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বিতর্ক

আবারো বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বিতর্ক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। প্রথম আসর বাদ দিলে বিতর্কই যেন বিপিএলের সঙ্গী। ২য় আসরের বিতর্কের কারণে তৃতীয় আসর শুরু হতে মাঝখানে চলে গেছে এক বছর। তবুও গত বছরের শেষ দিকে এসে বিপিএল শুরু করতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে বিপিএলের তৃতীয় আসরের শুরু থেকেই সতর্ক ছিল ক্রিকেট বোর্ড। তবুও ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে খেলোয়াড়দের অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এবারের বিতর্কের দায় নিতে নারাজ হলেও বিসিবি দলগুলোকে তদন্ত কমিটির মুখোমুখি করতে সব ধরণের সহায়তা দিবে।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মানি লন্ডারিং, আর্থিক অনিয়ম, দেশী-বিদেশী ক্রিকেটারদের পারিশ্রমিক মোট ১ লাখ ২১ হাজার ৯২৫ ইউএস ডলার। যদিও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়া হয়েছে প্রায় আড়াই লাখ ডলারের। বৈদেশিক মুদ্রা পাচার হয়েছে ৯ লাখ ৬৬ হাজার নয়শ পঁচিশ ইউএস ডলার।

যার ধারাবাহিকতায় ১৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড। ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বল হয় কমিটিকে। দায়িত্ব নেবার এক সপ্তাহের মধ্যে কমিটির ৬ সদস্য সভা করলেন ক্রিকেট বোর্ডের সাথে। সভা শেষে বিসিবির প্রধান নির্বাহী জানান, ‘পেমেন্ট যেহেতু ফ্র্যাঞ্চাইজি করেছে অর্থ প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট দলের। দেশী-বিদেশী ক্রিকেটারদের চুক্তি সংক্রান্ত সব তথ্যের ব্যাপারে অবগত বিসিবি তাই তদন্তের স্বার্থে এনবিআরকে সব ধরণের সহায়তা করবে ক্রিকেট বোর্ড ।
সূত্র: চ্যানেল ২৪
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে