বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৪:৩৯

শেষ বলের নাটকীয় জয়ে সিপিএল চ্যাম্পিয়ন সেন্ট কিটস

শেষ বলের নাটকীয় জয়ে সিপিএল চ্যাম্পিয়ন সেন্ট কিটস

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ১৬০ রানের টার্গেট তাড়ায় প্রথম ওভারেই আউট ক্রিস গেইল। দলীয় ২৬ রানে ফেরেন আরেক ওপেনার এভিন লুইস। 

শুরুর এই ধকল সামলিয়ে অখ্যাত বাঁহাতি বোলার ডমিনিক ড্রেকসের বীরত্বে শেষ বলের নাটকীয় জয়ে সিপিএল শিরোপা জিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

বুধবারের ফাইনালে দুই দলের সামনেই সিপিএলের প্রথম শিরোপা জয়ের হাতছানি ছিল। তাতে ডমিনিক ড্রেকসের সৌজন্যে শেষ হাসি হাসল সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

এদিন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রুদ্ধশ্বাস ফাইনালে আগে ব্যাট করে ১৫৯/৭ রান করে সেন্ট লুসিয়া কিংস। টার্গেট তাড়ায় শেষ বলে সিঙ্গেল নিয়ে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেন্ট সেন্ট কিটস অ্যান্ড নেভিস। 

সংক্ষিপ্ত স্কোর

সেন্ট লুসিয়া কিংস: ২০ ওভারে ১৫৯/৭ (রাহকিম কর্নওয়াল ৪৩, রোস্টন চেইস ৪৩, কিমো পল ৩৯; ফাওয়াদ ২/৩২, নাসিম শাহ ২/২৬)। 

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রয়টস: ২০ ওভারে ১৬০/৭ (ডমিনিক ড্রেকস ৪৮*, রাদারফোর্ড ২৫, ফ্যাবিয়ান অ্যালেন ২০)। 

ফল: সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৩ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ডমিনিক ড্রেকস। ম্যান অব দা টুর্নামেন্ট: রোস্টন চেইস (৪৪৬ রান, ১০ উইকেট)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে