শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০:২৯

লিটন দাস হতে পারেন বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যানের একজন; কোচ অ্যাশওয়েল প্রিন্সের বার্তা

লিটন দাস হতে পারেন বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যানের একজন; কোচ অ্যাশওয়েল প্রিন্সের বার্তা

দুর্দান্ত পার্ফম্যান্স দেখিয়ে একে একে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এতো সফলতার মাঝেও কোথায় যেন একটু ঘাটতি আছে, তা ঠিকই ধরা পড়েছে বিসিবির কাছে। তাই তো টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে অনেক চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন,  লিটন সৌম্যদের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত হওয়ার কিছু নেই। ভালো উইকেটে তাদের কাছ থেকে রান পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে তিনি বলেন, “কোচিং স্টাফ হিসেবে আমরা জানি ওপেনাররা কি করতে সমর্থ। তারা কঠিন কন্ডিশনেও ঝলক দেখিয়েছে। ভালো উইকেটে তাদের সেরাটা পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী”।

এই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন একটি ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। তবে এই ব্যাটসম্যানকে নিয়ে অনেক আশাবাদী অ্যাশওয়েল প্রিন্স। লিটন যদি তার সেরাটা দিয়ে খেলতে পারে তাহলে সে বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যান হবে বলে বিশ্বাস করেন অ্যাশওয়েল প্রিন্স।

“যদি একটা বিষয়ও হয় আমি লিটনের কাছে চাইব সে যেন নিজের উপর আস্থা রাখে। আমি দেখেছি তার সহজাত সামর্থ্য কতটা বেশি। আমি মনে করি সে সব সংস্করণেই বিশ্বের সেরা ১০ ব্যাটসম্যানের একজন হতে পারবে। যদি সে এটা বিশ্বাস করে এবং সেভাবেই সব কিছুকে গ্রহণ করে তাহলে সে অনেক অনেক ধারাবাহিক হবে”।- যোগ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে