শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৫:১০

পাকিস্তানের ক্রিকেটকে আবারও বিপদে ফেলে দিল‌!

পাকিস্তানের ক্রিকেটকে আবারও বিপদে ফেলে দিল‌!

পাকিস্তানের মাটিতে খেলতে এসে নিউজিল্যান্ডের সেই সিরিজ বাতিল করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটে। টুইটারে চলছে যুদ্ধ। পাকিস্তানের ক্রিকেটাঙ্গন স্বাভাবিকভাবেই খুব হতাশ। বিশ্বক্রিকেটও বিষয়টিকে সহজে হজম করতে পারছে না। সবাই একটা বিষয়ে একমত যে, কিউইদের এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটকে আবারও বিপদে ফেলে দিল‌!

টুইটারে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি লিখেছেন, 'সব রকমের নিশ্চয়তা দেওয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?' পাকিস্তান অধিনায়ক বাবর আজম লিখেছেন, 'হুট করে সিরিজ স্থগিতের এমন সিদ্ধান্তে খুবই হতাশ। এ সিরিজটা পাকিস্তানের কোটি ক্রিকেট সমর্থকের মুখে হাসি ফোটাতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সামর্থ্য ও বিশ্বাসযোগ্যতার ওপর পূর্ণ আস্থা আছে আমার। তারা আমাদের গর্ব, সব সময়ই থাকবে।'

এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন পিসিবির পাশে দাঁড়িয়ে লিখেছেন, 'পাকিস্তান ক্রিকেটের জন্য বিষয়টা লজ্জার। এভাবে শেষ মুহূর্তে সফর স্থগিতের সিদ্ধান্ত খেলাটার ওপর বড় আর্থিক প্রভাব ফেলবে। আশা করি নিরাপত্তার ব্যাপারটার সমাধান হবে, আবারও পাকিস্তানে ক্রিকেট ফিরবে।' পাকিস্তানি পেসার হাসান আলী লিখেছেন, 'এমন খবর পাওয়ার পর আমাদের সমর্থকেরা কেমন হতাশ হবেন, সেটা ভেবেই কষ্ট পাচ্ছি। বিশ্বকে আবারও বলতে চাই, আমাদের দেশ ক্রিকেটের জন্য নিরাপদ।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে