শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫১:৪২

এটিকে পাকিস্তান ক্রিকেট কে হত্যা হিসেবে আখ্যায়িত করল শোয়েব আক্তার

এটিকে পাকিস্তান ক্রিকেট কে হত্যা হিসেবে আখ্যায়িত করল শোয়েব আক্তার

হতবাক পাকিস্তানের ক্রিকেট বোর্ড সহ দর্শক সমর্থকরা। হঠাৎ খেলা শুরুর আগ মুহুর্তে এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছেনা দেশটির সরকার সহ সকলে। আজ শুক্রবার ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে নামার কথা ছিল দুই দলের, এর আগেই নিরাপত্তার ঝুঁকিতে স্থগিত হয় সিরিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, নিউ জিল্যান্ড ক্রিকেট পিসিবকে নিশ্চিত করেছে, তারা নিরাপত্তাজনিত বিষয়ে হুমকি পেয়েছে। এর পরেই নিউ জিল্যান্ড এক তরফাভাবে সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এদিকে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি এবং পাকিস্তান সরকার সফরকারি সব দলের জন্য প্রশ্নাতীত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্যও আমরা সেই ব্যবস্থাই রেখেছি।

প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, আমাদের গোয়েন্দা বিভাগ বিশ্বের অন্যতম সেরা। সফরকারি দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এখানে।’

নিউজিল্যান্ড তাদের এই সিরিজ স্থগিত করায় নিন্দা জানিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তার। তিনি এটিকে পাকিস্তান ক্রিকেট কে হত্যা হিসেবে আখ্যায়িত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে