শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫২:১৫

ভারতীয় মিডিয়াই জানিয়ে ছিল পাকিস্তানে কিউইদের ওপর হামলা হতে পারে!

ভারতীয় মিডিয়াই জানিয়ে ছিল পাকিস্তানে কিউইদের ওপর হামলা হতে পারে!

নিউজ ডেস্ক : ক্রিকেটবিশ্বে তোলপাড় চলছে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল নিয়ে। গতকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে শুরুর কিছু সময় আগে কিউই ক্রিকেট বোর্ড পুরো সফর বাতিল করে দেয়! এতে বিস্মিত হয়ে যায় ক্রিকেটাঙ্গন। কিউই বোর্ডের বক্তব্য হলো, তাদের ওপর হামলার আশঙ্কার খবর এসেছে। 

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত কিউইদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন। কিন্তু কাজের কাজ হয়নি। কিউইরা দেশে ফেরার বিমানে উঠেছে। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের জন্য। নিরাপত্তা নিয়ে কী ধরণের হুমকি ছিল, সেটি নিউজিল্যান্ড কর্তৃপক্ষ পরিষ্কার করেনি। 

তবে মাসখানেক আগে ভারতের একটি দৈনিক এই হামলার শঙ্কা নিয়ে খবর প্রকাশ করেছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য নিউজ ইন্টারন্যাশনাল' এই তথ্য বের করেছে। তাদের দাবি, ভারতের ওই পত্রিকা নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার উদ্দেশ্যেই নাকি এমন তথ্য প্রকাশ করেছিল।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর দাবি, ভারতের পত্রিকা "দ্য সানডে গার্ডিয়ান" গত ২১ আগস্ট এক প্রতিবেদনে লিখেছিল, আগামী মাসে (সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের ক্রিকেট দলের পাকিস্তান সফরের যে সূচি আছে, সেটিকে ঘিরে সন্ত্রাসী হামলার শঙ্কা আছে। ওই এলাকার নড়বড়ে নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো সফরকারী দলের ক্রিকেটারদের ওপর হামলা করতে পারে। 

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসানের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, 'আইএসের পাকিস্তান শাখা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল'। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর অনেক বছর বিশ্বের কোনো দল পাকিস্তান সফরে যায়নি। 

পিসিবির জোর প্রচেষ্টায় গত দুই বছরে অবশ্য বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর সেই শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর করে এসেছে। প্রতিবারের মতো এবারও পাকিস্তান সরকার দাবি করেছে, তারা ক্রিকেটারদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই সফর বাতিল করার পেছনে ভারতের যোগসাজশ দেখছে পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে