রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৭:৫৭

আমি কাল পাকিস্তানে যাচ্ছি, আমার সাথে কে যাবে: গেইল

আমি কাল পাকিস্তানে যাচ্ছি, আমার সাথে কে যাবে: গেইল

এবার ম্যাচ শুরুর ঠিক আগ মূহুর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। স্বয়ং পাক প্রধানমন্ত্রীও পারেননি সিরিজটির বাতিল ঠেকাতে। এতসব নিশ্চয়তা দেয়ার পরও নিউজিল্যান্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান এবং দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। টুইট করেছেন বিশ্বের সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরাও।

নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার চোখে কিউইরা স্রেফ একটা গুজবে কান দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সফর বাতিলের খবর ছড়িয়ে পড়ার পরই আফ্রিদি টুইটে লিখেন, ‘নিরাপত্তার হুমকিটা নিছকই গুজব, ‘সব রকমের নিশ্চয়তা দেয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?’

এই ঘটনার পর বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটাররা পাকিস্তান নিরাপদ বলে তাদের মত জানাচ্ছেন। আগেরদিন ক্যারিবিয়ান দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারন স্যামি জানান পাকিস্তান সবসময়ই নিরাপদ। পাকিস্তানের পক্ষে ঢাল ধরলেন ড্যারেন স্যামি, আর আজ পাকিস্তানকে নিরাপদ বলে মুখ খুলেছেন আরেক ক্যারিবিয়ান দানব ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। গেইল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে বলেন, ‘আমি কাল পাকিস্তানে যাচ্ছি, আমার সাথে কে যাবে?’

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডও সরাসরি বলছে, সফর বাতিলের সিদ্ধান্তটা এককভাবে নিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা তো ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডকে আইসিসির দরবারে নিয়ে যাওয়ার হুমকিই দিয়ে রেখেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে