রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৪:০৯

'আমি পাকিস্তানে যাচ্ছি' টুইটের কারণে আইপিএল থেকে বাদ যেতে পারেন গেইল

'আমি পাকিস্তানে যাচ্ছি' টুইটের কারণে আইপিএল থেকে বাদ যেতে পারেন গেইল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এরপরেই পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড, এমনই মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার। কারণ ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। 

স্বয়ং পাকিস্তান প্রধানমন্ত্রীও সিরিজটির বাতিল ঠেকাতে পারেননি। নানা রকমের নিশ্চয়তা দেওয়ার পরেও নিউজিল্যান্ডের সিদ্ধান্ত বদল হয়নি। ফলে চোটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। প্রায় প্রত্যেকেই এর প্রতিবাদে টুইট করেছেন। এই তালিকায় রয়েছেন বিশ্বের বহু দেশের প্রাক্তন খেলোয়াড় ও বিশ্লেষক। 

এ বার সেই তালিকায় যুক্ত হল বাইশ গজের ‘ইউনিভার্স বস’। ক্রিস গেইল নিজের সোশ্যাল মিডিয়াতে লিখলেন, তিনি পাকিস্তানে যাবেন। তিনি প্রশ্ন করলেন তার সঙ্গে কে যাবেন? আসলে নিউজিল্যান্ড ক্রিকেটকে চিমটি কাটলেন গেইল। গেইল তার টুইটারে লিখলেন, ‘আমি কাল পাকিস্তানে যাচ্ছি, আমার সাথে কে যাবে?’

বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন। আগামী ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুবাই স্টেডিয়ামের রাজস্তান র‌্যয়েলসের বিপক্ষে খেলা পাঞ্জাবের। কিন্তু তার ঠিক আগমুহুর্তে গেইলের 'পাকিস্তানে যাচ্ছি' টুইট ভালোভাবে নিচ্ছি না অনেকেই। অনেকেই জানিয়েছেন এবারের আইপিএলে পাঞ্জাবের হয়ে ক্রিস গেইলকে দেখা যাবে না। এখনও পর্যন্ত দলের সাথে অনুশীলনেও দেখা যায়নি গেইলকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে