রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৭:০৯

পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট : নিউজিল্যান্ড ক্রিকেট

পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট : নিউজিল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে ৮ দিন কাটানোর পর নিরাপত্তার কারণে পুরো সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। কিন্তু ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা বলছিল না যে, ঠিক কী ধরনের নিরাপত্তা সমস্যা হয়েছে। এটা নিয়ে পিসিবির কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত কিউইদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু তার ওপর আস্থা রাখতে পারেনি কিউই বোর্ড। 

আজ কিউই ক্রিকেটাররা দুবাইয়ে পোঁছার পর 'নিরাপত্তা হুমকি' নিয়ে মুখ খুলল নিউজিল্যান্ড বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট সাংবাদিকদের বলেছেন, আমাদের দেওয়া আগের পরামর্শ বদলে যায়, হুমকির মাত্রা বদলে যায়। ফলে আমাদের একমাত্র সম্ভাব্য পদক্ষেপটি নিতে হয়। এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।'

হোয়াইট আরও বলেন, 'সফরের আগেই আমরা নিরাপত্তার বিষয়টি যাচাই করেছিলাম। নিশ্চিত করা হয়েছিল যে, আমাদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে। এখানে সম্প্রতি সফর করে যাওয়া দলগুলো যেমন- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতামত শুনে আমরা সফরের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শুক্রবার সব বদলে যায়! 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে