সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৩:৩৬

নিউজিল্যান্ডের মসজিদে হামলার পরও আমরা গিয়েছিলাম : ওয়াসিম খান

নিউজিল্যান্ডের মসজিদে হামলার পরও আমরা গিয়েছিলাম : ওয়াসিম খান

নিরাপত্তা শঙ্কায় সিরিজের প্রথম ওয়ানডের ঠিক আগে হঠাৎ পাকিস্তান ছেড়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট। যদিও ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা দিয়েছিল দলটি। কিন্তু তিন ওয়ানডে আর পাঁচ ম্যাচের এই সিরিজ টি-টোয়েন্টি অপ্রত্যাশিতভাবে বাতিল হয়ে যায়।

এ নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে  তিনি বলেন, ‌‘নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিল, বিশ্ব ক্রিকেটে সমতা বলতে কিছু নেই। পাকিস্তান বলেই কিউইরা এমন সিদ্ধান্ত সহজে নিতে পেরেছে।’

ওয়াসিম বলেন, ‌‘আমি তাদের ‌(নিউজিল্যান্ড ক্রিকেট) মনে করিয়ে দিতে চাই যে, ক্রাইস্টচার্চ মসজিদে স'ন্ত্রা'সী হামলা (২০১৯ সালে) সত্ত্বেও বাংলাদেশ সে দেশে খেলেছিল। এ হামলার মাত্র কয়েক মাস পরও আমরা নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিলাম। আমরা সফর করার সময় পাকিস্তানের খেলোয়াড়রা সবচেয়ে কঠিন ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছিল।’ সূত্র : ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে