বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩২:৪৯

মুস্তাফিজকে সম্মান দেখালেন রাজস্থান, খুশি টাইগার প্রেমিরা

মুস্তাফিজকে সম্মান দেখালেন রাজস্থান, খুশি টাইগার প্রেমিরা

শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে? উত্তেজনায় কাঁপছে লক্ষ-কোটি ভক্ত সমর্থকরা। হাতে বাকী ১৫ বল, নিতে হবে মাত্র ১০ রান, উইকেট রয়েছে ৮ টি। আপনি বাজি ধরলে পক্ষ নিবেন ব্যাটিংয়ের। 

কিন্তু দলে আছেন কাটার মাষ্টার, শেষ বল পর্যন্ত আশা ছাড়া কোনভাবেই ঠিক হবে না। আইপিএলের এই খেলায়ও প্রমাণ মিললো। রাজস্থান রয়্যালসের ১৮৫ রানের জবাবে সহজ জয়ের পথেই ছিলো পাঞ্জাব কিংস। কিন্তু মোস্তাফিজুর রহমান ও কার্তিক তিয়াগির শেষ দুই ওভারের ম্যাজিক্যাল বোলিংয়ের সামনে আর ম্যাচ জিততে পারেনি তারা। বিশেষ করে শেষ ওভারে মাত্র ১ রান দিয়েছেন তরুণ ডানহাতি পেসার কার্তিক।

শেষ ১৫ বলে ১০ থেকে লক্ষ্যমাত্রা নেমে এসেছিল ১২ বলে ৮ রানে। সেখান থেকে ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচ, জাগে রাজস্থানের সম্ভাবনা। আর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মাত্র ১ রান দেন কার্তিক। মূলত এ দুই ওভারের কল্যাণেই ২ রানের অবিশ্বাস্য এক জয় পেয়েছে রাজস্থান।

দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ১২০ রানের উদ্বোধনী জুটির পরেও নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। তাদেরকে রুখে দিয়ে শ্বাসরুদ্ধকর জয়েই আইপিএলের ফিরতি পর্ব শুরু করলো মোস্তাফিজের রাজস্থান।

তাই তো খেলা শেষে সহজ কথায় দারুণ জবাব জানিয়ে দিলেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসাং, “আমাদের তখনও লড়াইটা বাকি ছিল, আমি জানতাম, আমাদের দলে স্পেশাল কিছু বলার রয়েছে। মুস্তাফিজের ওভারগুলো আমরা শেষের জন্য রেখেছিলাম।”

“আমি সবসময় আমার বোলারদের ওপর আস্থা রাখি, লড়াই করে যেতে চাই এবং এ কারণেই শেষদিকে তাদের দুই ওভার বাকি রেখেছিলাম। এই স্কোর নিয়ে এই উইকেটে আমরা ভালো বোধ করছিলাম কারণ আমাদের সেই মানের বোলিং ইউনিট আছে। ক্যাচগুলো ধরতে পারলে আরও আগেই জিততে পারতাম।”

তিনি আরও বলেন, ‘নতুন ব্যাটসম্যানদের বিপক্ষে তারা দারুণভাবে কার্যকর করতে পেরেছে। আমরা লড়ে যাবো এবং বিশ্বাস রেখে যাবো। আমার বোলারদের প্রতি সবসময়ই আমার বিশ্বাস ছিল। আমরা লড়ে যাচ্ছিলাম এবং এ কারণেই তাদের দুজনের জন্য শেষের দিকে ওভার রেখে দিয়েছিলাম।”

এদিকে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে দলে না রাখলেও মুস্তাফিজকে কিন্তু সম্মান জানালেন রাজস্থান রয়্যালস, ফলাফলও পেলেন হাতে-নাতে আর এমন স্পেশাল তকমায় খুশি খোদ টাইগার প্রেমিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে