মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ০২:১০:৪৩

সাকিবকে মি. ফিনিশার বলে প্রশংসা কলকাতা নাইট রাইডার্সের

 সাকিবকে মি. ফিনিশার বলে প্রশংসা কলকাতা নাইট রাইডার্সের

গতকােলর খেলায় আবারো নায়কের ভূমিকায় সাকিব আল হাসান। শেষের দিকে ফিনিশিংয়ের কাজটা নিখুঁতভাবে করতে সমর্থ হয়েছেন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ৭ উইকেটে ১৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে চার উইকেট হাতে রেখেই রোমাঞ্চকর জয় লাভ করেছে। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ৭ রান। দায়িত্বটা এসে পড়ে সাকিব আল হাসানের কাঁধে। বোলার প্রান্তের ক্রিজে নাইট অধিপতি ইয়ন মরগান। 

ডেনিয়েল ক্রিশ্চিয়ানের প্রথম বলেই দারুণ এক শটে চার হাঁকান সাকিব। বাকি তিনটি রানের দু'টি নেন এই টাইগার তারকা। স্ট্রাইক রোটেট করতে কেবল একরান নিয়েছেন মরগান। ৪র্থ বলে সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতান বাংলাদেশি অলরাউন্ডার। অর্থাৎ সাকিবের ব্যাট ছুঁয়ে এলো কলকাতার জয়।

বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরও একবার পুড়ল আক্ষেপে। কলকাতার কাছে ৪ উইকেটে হেরে বিদায় নিয়ে শেষ হলো কোহলির আইপিএল অধিনায়কত্বের অধ্যায়। কলকাতা চলে গেল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস।

এদিন ৬ বলে খেলে অপরাজিত ৯ রান করেছেন সাকিব। কিন্তু সাকিবের এই ৯ রানের ছোট্ট ইনিংসই মহামূল্যবান বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে। কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে সাকিবকে মি. ফিনিশার বলে প্রশংসা করেছে তারা। 

তাই তো ম্যাচ জয়ের পরই সাকিবের থাম্বসআপে হাস্যজ্জ্বল ছবি ও তার ব্যাট-বল, প্যাড এবং হেলমেটের ছবি আপলোড করেছে কেকেআরের ফেসবুক পেজ।  ক্যাপশনে লিখেছে, আমাদের ফিনিশার ও তার অস্ত্রগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে