মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ১১:৫০:৫০

শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা, অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি

শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা, অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি

এবার নিজেদের দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হলো বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা।  শ্রীলঙ্কার সঙ্গে হেরে মাঠ ছাড়ল তাসকিনরা। আজকের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন বাংলার দামাল ছেলেরা। এদিকে টাইগারদের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়েন লঙ্কানরা। মাত্র ১২ ওভার শেষে ৭৯ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল টিম শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১২ অক্টোবর) আবুধাবির টলরেন্স ওভালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তুলে টাইগাররা।

২৬ বলে দুটি ছক্কা ও একটি চারের সাহায্যে সর্বোচ্চ ৩৪ রান তুলেন সৌম্য সরকার। শেষ দিকে মেহেদী হাসান ১২ বলে ১৬ রান তুলে অপরাজিত ছিলেন।

এদিকে আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। অবিশ্বাস্য হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয় উপহার দেন আভিস্কা ফার্নান্দো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে