বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ০৮:২৬:২৬

ভয়ঙ্কর হয়ে এবার আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

ভয়ঙ্কর হয়ে এবার আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

সাকিব জ্বলে উঠা মানে যেকোন বিপর্যয় থেকে দলকে টেনে তুলা। আজ এমন নজির দেখল ক্রিকেটবিশ্ব। বাঁচা-মরার লড়াইয়ে আজ সাকিবের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশের লক্ষ-কোটি দর্শক সমর্থকরা। বিমুখ করেননি আমাদের গর্বের সাকিব আল হাসান। অল-রাউন্ড পারফর্মেন্সে বাংলাদেশকে আজও জয় এনে দিয়েছেন তিনি।

 আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দেখা গেল বিশ্বসেরা অল-রাউন্ডারের অসাধারণ পারফর্মেন্স। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর বল হাতে তুলে নেন ৪ উইকেট। বাংলাদেশ সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে। ভয়ঙ্কর হয়ে সাকিব এবার ভাগ বসিয়েছেন শহিদ আফ্রিদির রেকর্ডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এতদিন সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। ৩৪টি বিশ্বকাপ ম্যাচ খেলে আফ্রিদির শিকার ৩৯টি। সেখানে মাত্র ২৮ ম্যাচেই আফ্রিদির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সাকিব। আগামী ম্যাচে আর একটি উইকেট পেলেই সাকিব চলে যাবেন শীর্ষে। বলের হিসেবেও আফ্রিদির চেয়ে অনেক এগিয়ে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে