শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ০৩:৪০:৩৯

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড করল বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড করল বাংলাদেশ

স্বাভাবিক খেলা খেলতে পারলে টাইগারদের আটকানোর সাধ্য কার! পরিসংখ্যান তো তাই বলে। জ্বলন্ত বারুদের মতো ক্রিকেটার যে আছে আমাদের দলে! সাকিব পৃথিবীর সেরা উজ্জ্বল উদাহরণ।  স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়, ভাবতে পারেন দুর্ঘটনা। ওমান যাওয়ার আগে টাইগারদের সঙ্গে খেলে হাড়ে হাড়ে উপলদ্ধি করেছিলেন ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। আজ পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে টাইগাররা শক্তির মহরা ভালই দেখালেন, সৃষ্টি করলেন টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড! বিস্তারিত এমটিনিউজ২৪.কম প্রতিবেদনে...

আজকের জয় বড় প্রয়োজন ছিল বাংলাদেশের। একেবারে অস্তিত্বের লড়াই, খাদের কিনার থেকে আবারো কামব্যাক। স্বাভাবিক খেলা খেলতে পারলে অসম্ভব নয় সাকিবদের জন্য। শেষে পর্যন্ত পেরেছেন আমাদের সোনার ছেলেরা। পাপুয়া নিউগিনির বিপক্ষের রেকর্ড ৮৪ রানে জয়লাভ করে বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড নিশ্চিত করেছেন তারা। 

বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টাইগারদের মোকাবেলায় যেন খই হারিয়ে ফেলে পাপুয়া নিউগিনি। ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে ৭১ রানে জয়লাভ করেছিল টাইগার।

টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নাঈম শেখের উইকেট হারায় বাংলাদেশ। কাবুয়া মোরের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ আউট হয়ে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন নাঈম শেখ।

আজ কিন্তু সাকিব ছিলেন ভয়ঙ্কর। একেবারে বিশ্বসেরারূপে। সাকিব ও লিটন দাস গড়ে তোলেন ৫০ রানের পার্টনারশিপ। ২৩ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এই দিন ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি মুশফিকুর রহিম। দলীয় ৭২ রানের মাথায় মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় ১০২ রানের মাথায় ৩৭ বলে তিনটি ছক্কার সাহায্যে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে এবারের আসরে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

২৭ বলে তিনটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে হাফ সেঞ্চুরি তুলে প্যাভেলিয়নের ফিরেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শূন্য রানে কাজী নুরুল হাসান সোহান আউট হলেও ১৪ বলে ২১ রান করে আউট হন মেহেদী হাসান। শেষের দিকে ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন সাইফুদ্দিন।

১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানরা। দলীয় ১১ রানের মাথায় লেগা সাইকার উইকেট তুলে নেন সাইফুদ্দিন।

এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন সাকিব আল হাসান। এর আগে ব্যক্তিগত প্রথম ওভারেই উইকেট তুলে নেন তাসকিন। এরপর ইনিংসে পঞ্চম ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ২৯ রানের ৭ উইকেট হারানো পাপুয়া নিউগিনির হারের ব্যবধান কমান কিপলিন দরিগা। ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

স্বরণীয় আর বরণীয় বোলিং করে সবাইকে মুদ্ধ করেন সাকিব। মাত্র ৪ ওভার বোলিং করে ৯ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন সাকিব। এছাড়াও একটি উইকেট নেন মেহেদি হাসান এবং তাসকিন আহমেদ নেন ২ উইকেট। দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে