শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১২:১১:৫৪

পাল্টপাল্টি কথার খেলায় পাপন-রিয়াদ!

পাল্টপাল্টি কথার খেলায় পাপন-রিয়াদ!

স্কটল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ে বাংলাদেশ একেবারে খাদের কিনারে চলে গিয়েছিল। সুপার টুয়েলভে উঠতে বেশ বেগ পেতে হয়েছিল। আর এমন পরাজয়ের পর পাল্টপাল্টি কথার খেলায় মেতে উঠেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে স্কটল্যান্ডের কাছে হারের পর পাপন সাকিব-মুশফিক আর রিয়াদকে খোঁচা মেরে কথা বলেছিলেন পাপন, 'কাউকে তিনে খেলাতেই হবে, কাউকে চারে খেলাতেই হবে- এটা তো ম্যাচের কন্ডিশনের ওপর নির্ভর করে। তাই এটিও আরেকটি কারণ। …. ওরা কী ভেবেছিল জানি না। ওদের মাথায় কী চলছিল জানি না। তবে আমার বিশ্বাস, আমাদের ক্রিকেটাররা আরও বড় দলের বিপক্ষে ভালো খেলতে পারে।'

এরপর পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর মাহমুদউল্লাহ বলেন, 'অনেক প্রশ্ন এসেছে আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট প্রসঙ্গে। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি। আমরাও মানুষ। আমাদেরও অনুভূতি কাজ করে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে