শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০২:৩৫:২৩

আবারো মুখোমুখি মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

আবারো মুখোমুখি মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মাঠে নামা মানে ক্রিকেট দুনিয়ায় বাড়তি উম্মাদনা। বিগত ১ দশক ধরে বিভিন্ন রাজনৈতিক ইস্যু প্রভাবিত করেছে দুই দেশের ক্রিকেট খেলাকেও। বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যকার খেলা। অনেকদিন পর আবারো মাঠে নামছে ভারত-পাকিস্তান।

এই ব্যাপারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বললেন, ভারতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন করা খুব কঠিন। এর পেছনে কারণ হিসেবে টিকিটের চাহিদা উল্লেখ করেছেন সৌরভ। ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ বলেন, 'সবার নজর থাকে এই ম্যাচের দিকে। আমি বোর্ড সভাপতি হওয়ার পরেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদা থাকে। তাই ভারতে এই ম্যাচের আয়োজন করা খুব মুশকিল। কিন্তু আমিরাতে এই ম্যাচের উন্মাদনা অন্য রকম। তাই সেখানে কোনো সমস্যা হয় না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে