শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১১:০৪:৪৮

বাছাইপর্ব খেলতে হবে না, সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

বাছাইপর্ব খেলতে হবে না, সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

চলছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। একেবারে খাদের কিনার থেকে আবারো কামব্যাক করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব-রিয়াদদের দুর্দান্ত দক্ষতায় সুপার টোয়েলভে আগামীকাল মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। আর এমন এক পরিস্থিতিতে এলো দারুণ সুখবর। ২০২২ সালে অস্ট্রেলিয়াতে বসবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আসর। আর চলতি ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করায় অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে। শনিবার (২৩ অক্টোবর) আইসিসি এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

তবে শুধু টাইগাররাই নন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত এবারের আসরে মূল পর্বে উত্তীর্ণ হওয়া শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং নামিবিয়া। অপর দিকে এবারের বিশ্বকাপে বড় চমকের নাম নামিবিয়া। আফ্রিকার দেশটি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে জায়গা করে নিয়েছে মূল পর্বে। তাই দলটা অস্ট্রেলিয়া বিশ্বকাপেও খেলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে