সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ১০:২৮:২৮

ঝালকাঠিতে পাকিস্তানি সমর্থকদের উপর ভারতীয় সমর্থকদের হামলা

ঝালকাঠিতে পাকিস্তানি সমর্থকদের উপর ভারতীয় সমর্থকদের হামলা

গতকাল নজিরবিহীন এক ম্যাচ খেলে ভারতকে লজ্জার জোয়ারে ভাসিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কোন উইকেট না হারিয়ে পাকিস্তানের এমন জয়ে যেমন তাদের সমর্থকরা আনন্দিত, তেমনি ভারতীয় শিবির হতাশ। 

কালকের প্রথম সুপার টুয়েলভ ম্যাচ চলাকালীন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামে ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হওয়ার খবর পাওয়া গেছ।

গত রোববার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ওই গ্রামের সাংগর স্কুল-সংলগ্ন আলীম স্টোরের সামনে মাচ চলাকালে ‘পাকিস্তান’ বলে চিৎকার করায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে কামাল মৃধা (৪০) ও মো. কাশেম মৃধা (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৪ অক্টোবর) খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছিল তখন পাকিস্তানের সমর্থকরা উল্লাস করতে থাকেন এবং চিৎকার দেন। এ সময় ভারতীয় সমর্থকরা চটে যান। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা চালায় ভারতীয় সমর্থকরা। এ সময় দুই ভাই কামাল ও কাশেম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। কাশেম মৃধা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এই ব্যাপারে জাপুর থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় দুজন একটু আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে