মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ০৮:৩৭:২৯

টাইগারদের উন্নয়নের জন্য এক চমৎকার পরামর্শ দিলেন শোয়েব আখতার

টাইগারদের উন্নয়নের জন্য এক চমৎকার পরামর্শ দিলেন শোয়েব আখতার

যার বোলিং দাপটে কাঁপত বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান সে তো আর কেউ নন শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে যার নাম লাল অক্ষরে লেখা থাকবে দ্রুতগতির বলের জন্য। সেই শোয়েব আখতার এবার চমৎকার পরামর্শ দিয়েছেন টাইগারদের উন্নয়নের জন্য।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুবই প্রয়োজন। নিজেদের ক্রিকেটের উন্নয়নে তাদের উচিত উইকেট, ক্রিকেট অবকাঠামো, সবকিছুতেই পরিবর্তন আনা। টুইটারে এক ভিডিও পোস্টে পাকিস্তানের সাবেক এই তারকা পেসার বলেন, এই উইকেটে খেলে কোনো লাভ নেই। যদি বাউন্সি উইকেটে বাংলাদেশ না খেলে, তাহলে ব্যাটিং, বোলিং কোনোটিরই উন্নতি হবে না। কেবল স্পিন দিয়ে আর কত দিন জিতবে বাংলাদেশ?

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এই তারকা পেসার আরও বলেন, বিশ্বকাপের মূলপর্বে টানা পাঁচ ম্যাচে হেরে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। এটা আমার ভালো লাগেনি। আমি তো তাদের বিশ্বকাপের দাবিদারই মনে করেছি। এমনকি পরের বিশ্বকাপেরও দাবিদার তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে