মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ০৮:৫৭:২৪

সাকিবের পাশে লেখা ছিল, ফিট থাকলে! ওই শঙ্কাটাই সত্যি হলো!

সাকিবের পাশে লেখা ছিল, ফিট থাকলে! ওই শঙ্কাটাই সত্যি হলো!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকা মানে বাংলাদেশের বাড়তি নির্ভরতা। যে কোন পরিস্থিতিতে দলকে টেনে তোলার ক্ষমতা যে রাখেন তিনি। এদিকে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকলেও শঙ্কা ছিল। কারণ সাকিবের পাশে লেখা ছিল, ফিট থাকলে। ওই শঙ্কাটাই সত্যি হলো। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে খেলতে পারবেন না সাকিব। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরি সারেনি। তার পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। টিম ফিজিও ও চিকিৎসকরা সবাই মিলে তার এমআরআই রিপোর্ট দেখে আমাদের এমনটাই জানিয়েছেন। তাই সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে পারবে না।’

দ্বিতীয় টেস্ট ৪ নভেম্বর শুরু ঢাকায়। ওই ম্যাচ খেলতে পারবেন তো সাকিব? এ প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদিন নান্নু জানান, তা এখনই বলতে পারছি না। এছাড়া ওই প্রশ্নের উত্তর দেয়ার যথার্থ ব্যক্তিও আমি নই। ওই প্রশ্নের জবাব সবচেয়ে ভাল দিতে পারবেন ফিজিও জুলিয়ান ক্যালাফাতো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে