মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ০৯:১৫:০৫

বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে: শোয়েব আখতার

বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে: শোয়েব আখতার

যার বোলিং দাপটে কাঁপত বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান সে তো আর কেউ নন শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে যার নাম লাল অক্ষরে লেখা থাকবে দ্রুতগতির বলের জন্য। সেই শোয়েব আখতার এবার চমৎকার পরামর্শ দিয়েছেন টাইগারদের উন্নয়নের জন্য। বাংলাদেশের উইকেট নিয়ে তিনিও সমালোচনা করলেন।

আজ মঙ্গলবার টুইটারে এক ভিডিও পোস্ট করে শোয়েব বলেন, ‘এই উইকেটে খেলে কোনো লাভ নেই। যদি বাউন্সি উইকেটে বাংলাদেশ না খেলে, তাহলে ব্যাটিং, বোলিং কোনোটিরই উন্নতি হবে না। কেবল স্পিন দিয়ে আর কত দিন জিতবে বাংলাদেশ?’ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ টেনেছে তিনি বলেন, ‘বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। এটা আমার ভালো লাগেনি। আমি তো তাদের বিশ্বকাপের দাবিদারই মনে করেছি। এমনকি পরের বিশ্বকাপেরও দাবিদার তারা। বিশ্বকাপে তারা যেভাবে খেলেছে, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-০-তে হেরেছে, এতে আমি কষ্ট পেয়েছি। আমি বাংলাদেশের ক্রিকেটকে নিচের দিকেই নামতে দেখছি। এটা খুব ভালো কিছু নয়।’

‘বাংলাদেশ দারুণ একটি দেশ, সে দেশের মানুষও দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। বাংলাদেশে গেলে অনেক সমাদর পাই, তারা অনেক সময় দিয়ে খাতির-যত্ন করে। তবে এভাবে তারা ক্রিকেটে সামনে এগোতে পারবে না,’- বলেন শোয়েব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে