মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১০:০৪:৩৯

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সেখানে খেলতে যেতে কোনো সমস্যা নেই: আইসিসি

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সেখানে খেলতে যেতে কোনো সমস্যা নেই: আইসিসি

পাকিস্তানের জন্য বড় সুখবর দিল আইসিসি। আগামী ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেখানে। এই ব্যাপারে আইসিসির আশাবাদ ভারত ও বিশ্বের অন্যান্য ক্রিকেট দল অংশ নেবে উক্ত আসরে। আইসিসি থেকে জানানো হয়, পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সেখানে খেলতে যেতে কোনো সমস্যা নেই। আশা করছি ভারতসহ অন্যান্য দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে।

এদিকে কয়েক দিন আগেই ২০২৪-২০৩১ সালে বিভিন্ন ইভেন্ট আয়োজক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি। তালিকা অনুযায়ী ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। যার মাধ্যমে ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করার সুযোগ পেল পাকিস্তান। সর্বশেষ ১৯৯৬ সালে ভারত, শ্রীলংকার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। এরপর আইসিসির আর কোনো ইভেন্ট আয়োজন করেনি পাকিস্তান। ২০১১ সালে যৌথভাবে আয়োজক দেশ হবার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের বাসে উগ্রবাদী হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে