মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১১:০২:১৪

সাকিব রাতে দেশে ফিরেই শুনলেন দুঃসংবাদ!

 সাকিব রাতে দেশে ফিরেই শুনলেন দুঃসংবাদ!

বিশ্বসেরা সাকিব আল হাসান বাংলাদেশের একটা ভরসার নাম। দলে থাকা মানে বাড়তি শক্তি, অন্যরকম উদ্দীপনা। সেই টাইগার সাকিবকে
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে থামতে হয়। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। ধারণা করা হয়েছিল টেস্ট সিরিজে ফিরবেন তিনি। 

 সংযুক্ত আরব আমিরাত থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়া সাকিব পরশু রাতে দেশে ফিরেন। ফিরেই শুনলেন দুঃসংবাদ। শেষ পর্যন্ত প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টেও দলে ফিরবেন কি না, তা নিয়ে এখনো কিছুই জানায়নি বিসিবি।

মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের হ্যামস্ট্রিং ইনজুরি সারেনি এখনো। তার পক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না। টিম ফিজিও এবং চিকিৎসকরা সবাই মিলে তার এম আরআই রিপোর্ট দেখে আমাদের এমনটাই জানিয়েছেন। তাই সাকিব চট্টগ্রাম টেস্টে খেলতে পারবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে