মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১১:১৭:০৮

বাবা মাছ ধরার জাল দিয়ে ব্যাটিং অনুশীলনের নেট বানিয়ে দিয়েছিলেন: বাংলাদেশ নারী অধিনায়ক

বাবা মাছ ধরার জাল দিয়ে ব্যাটিং অনুশীলনের নেট বানিয়ে দিয়েছিলেন: বাংলাদেশ নারী অধিনায়ক

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, মহামারির কারণে যখন বাইরে বের হওয়া নিষেধ ছিল, তখন মাছ ধরার জাল দিয়ে নেট সেশনের জায়গা করে দিয়েছিলেন জ্যোতির বাবা। পাশাপাশি মা-কে বলগার্ল হিসেবে কাজে লাগান শেরপুরের এ তরুণী।

‘আমরা করবো জয় গানটা আমাদের আরও অনুপ্রেরণা দেয় ও উদ্যমী করে ভালো খেলার জন্য। এটি (পাকিস্তানকে হারানো) সত্যিই বিশেষ অনুভূতি। এটি অসাধারণ এক ম্যাচ ছিল। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আমি সবসময় নিজের চোখ বন্ধ করে রাখি।’

‘জয় দিয়ে যেকোনো টুর্নামেন্ট শুরু করা অবশ্যই বড় পাওয়া। আমি এখনও বাছাইয়ের দিকেই মনোযোগ রাখছি। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ বিশ্বকাপে যেতে পারলে আমরা আরও অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো। আমরা দল হিসেবে এটির ওপরেই মনোযোগ রাখছি।’

‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা পুরোপুরি ঘরে বসা ছিলাম। প্রথম দুই-তিন মাস আমাদের জন্য খুব কঠিন ছিল কারণ আমরা এতে অভ্যস্ত ছিলাম না। আমার কয়েকজন খেলোয়াড় জানিয়েছে যে, বাড়িতে তাদের বাবা-মায়েরা অনুশীলনে সাহায্য করেছে, নেটে বল থ্রো করেছে।’

‘আমার বাবা মাছ ধরার জাল দিয়ে ব্যাটিং অনুশীলনের নেট বানিয়ে দিয়েছিলেন। কারণ মহামারির কারণে বাইরে যাওয়া যাচ্ছিল না। তিনিই বল থ্রো করেছেন এবং আমি ব্যাটিং অনুশীলন করেছি। আর বল কুড়িয়ে আনার দায়িত্ব পালন করেছেন আমার মা।’

‘প্রায় ছয় মাস পর আমরা স্বাস্থ্যবিধি বজায় রেখে বাইরে খেলার সুযোগ পাই। তখনই আমাদের সব খেলোয়াড় নিজেদের শক্তি ও দুর্বলতা জায়গা নিয়ে কাজ করতে পেরেছে। যা আমাদের দলের পুরো চিত্রটাই আসলে বদলে দিয়েছে। আমরা দল হিসেবে একসঙ্গে অনেক বছর ধরে খেলছি। তাই আমরা একে অপরকে অনেক ভালোভাবে চিনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে