বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১২:১৮:৪৬

সবই আগের খেলোয়াড়, বাংলাদেশের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে: ইনজামাম

সবই আগের খেলোয়াড়, বাংলাদেশের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে: ইনজামাম

মিরপুরে নিজেদের মাঠে বেশ দাপট দেখিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে নাস্তানাবোদ করেছিল টাইগার বাহিনী। বেশ চাঙ্গা ভাব নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল রিয়াদ-সাকিবরা। তবে সেখানে সবাইকে বেশ হতাশই করল তারা, কোনরকমে সুপার টুয়েলভে উঠতে পারলেও খালি হাতে দেশে ফিরতে হয়েছে। 

তারপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে ০-৩ ব্যবধানে। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে হতাশ ক্রিকেট বিশ্লেষকরা। শোয়েব আখতার, শহিদ আফ্রিদির মতো কিংবদন্তিরা সমালোচনা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদদের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি কাঠগড়ায় তুলেছেন তরুণ ক্রিকেটারদের।

নিজের ইউটিউবে চ্যানালে ইনজামাম বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে বাংলাদেশ দলের যে খেলোয়াড় এসেছে, সেই ফাস্ট বোলাররাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফর্মার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে।’
সঙ্গে যোগ করেন ইনজামাম, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরোনো খেলোয়াড় খেলেনি। তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের কিভাবে উন্নতি সম্ভব এবং কী ধরণের উইকেটে পেস বোলারদের ব্যবহার করতে হবে তা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে