বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১০:৩৯:২৩

মাহমুদউল্লাহ পেলেন সেরা করদাতার পুরস্কার

মাহমুদউল্লাহ পেলেন সেরা করদাতার পুরস্কার

এবার সেরা করদাতা হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ২০২০-২১ করবর্ষের জন্য সেরা করদাতার পদক পান রিয়াদ।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে ২০২০-২১ করবর্ষের সেরা ১৪১ জন করদাতাকে সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড। সেরা করদাতাদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধান অতিথি অর্থমন্ত্রী।

২০২০-২১ করবর্ষের জন্য সেরা করদাতা হিসেবে ক্রীড়াবিদ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন রিয়াদসহ, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান ও জাতীয় দলের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার।

এদিকে ২০২০-২১ করবর্ষের জন্য সেরা করদাতা হিসেবে তাদের নাম গ্যাজেট আকারে প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকায় জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন শাখায় ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে